🎉 কে. এ. একাডেমির ওয়েভপেজে আপনাকে স্বাগতম ! 📢 ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে!!! 📢 বেতন পরিশোধের নোটিশ 📢 শিক্ষার্থীদেরকে টাইফয়েড টিকার রেজিষ্ট্রেশন 👨🏻‍⚖️ ধন্যবাদ

কাউসার আহমেদ

পরিচালক ও প্রধান শিক্ষক

প্রতিষ্ঠাতার কথা

সম্মানিত সচেতন অভিভাবকবৃন্দ, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ”।

বর্তমানে শিক্ষা ব্যবস্থা সৃজনশীলতায় পরিপূর্ণ। তাই দ্রুত পরিবর্তনশীল প্রতিযোগীতার যুগে প্রত্যেক অভিভাবক তার সন্তানকে মেধাবী এবং সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে আগ্রহী। কিন্তু বর্তমানে সামাজিক নৈতিক অবস্থায় পরিবশগত সমস্যা, গুনগতমানসম্মত শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে অভিভাবকগণ আজ খুবই শংকিত। নতুন প্রজন্মের উজ্জল ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষার আলো জনগণের সন্নিকটে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিক্ষাঅনুরাগী সুধীবৃন্দের সমন্বয়ে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে “কে. এ. একাডেমি”।

প্রত্যেক মানব সন্তান মেধা শক্তি নিয়েই জন্মগ্রহণ করে কিন্তু সেই মেধাকে বিকশিত করার অন্তরায় হচ্ছে ভুল শিক্ষা পদ্ধতি এবং ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সার্বিক সমন্বয় উদ্যোগের অভাব। শিশুর শিক্ষা হবে আনন্দময়, বিজ্ঞানসম্মত, সৃজনশীল ও প্রতিভামূখর।

সম্মানিত অভিভাবক, আপনি কি জানেন আপনার সন্তানের উজ্জল ভবিষ্যতের পথ চলা শুরু হয় আপনার হাত ধরেই। আপনার একটি ভূল সিদ্ধান্ত তাকে পথভ্রষ্ট করে দিতে পারে, তাই আপনার সন্তানের স্কুলে যাবার বয়স হয়ে তখন আপনাকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠানই পারে আপনার সন্তানের উজ্জল ভবিষ্যৎতের ভিত গড়ে তুলতে। ভাল শিক্ষা প্রতিষ্ঠান বলতে বোঝায় যেখানে ভাল ফলাফলের সাথে সাথে তাকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলা, যার জন্য প্রয়োজন পরিকল্পিত পাঠদান ও সুশৃঙ্খল জীবন গঠন। সে লক্ষ্যে কে. এ. একাডেমির পূর্ববর্তী ফলাফল বিশ্লেষণ পূর্বক পাঠদান পদ্ধতি পর্যবেক্ষন ও পাশ্ববর্তী প্রতিষ্ঠানের সাথে তুলনামূলক পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব আপনার, আপনার সন্তানের নয়।


“বৃক্ষ তোমার নাম কি?
ফলে পরিচয়”


আমাদের বিগত বছরের ধারাবাহিক ফলাফলের সফলতাই আমাদের পরিচয় বহন করে। সন্তান আপনার, গড়ে তোলার দায়িত্ব আমাদের। এ লক্ষ্যে আপনার সন্তানের Basic Foundation গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ। “আমরা কথায় নয় কাজে বিশ্বাসী”

নোটিশ

  • টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম
  • বেতন পরিশোধের নোটিশ
  • ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে !!!
News

জরুরী হটলাইন

প্রয়োজনীয় সেবা

আজকের তারিখ

আজ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ইং

২৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (শরৎকাল)

২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরী

এখন সময়,

Copyright © 2025 K. A. Academy. All Rights Reserved | Developed By Filax.